বার্সেলোনা ছাড়ার পর লিওনেল মেসি এখনও মাঠে নামেননি। ওদিকে আর্জেন্টাইন তারকাকে ছাড়া লা লিগার দুটি ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে জয় পেলেও অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে দ্বিতীয় ম্যাচে ড্র করে। ড্র করার পর বার্সা কোচ রোনাল্ড কোম্যান টের পাচ্ছেন মেসির অভাব।
অ্যাওয়ে ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ব্যর্থতার প্রমাণ দিয়েছে বার্সা ফরোয়ার্ডরা। বিলবাওয়ের চেয়ে শট অন টার্গেট কিংবা গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল কাতালানরা। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দিপাই, গ্রিয়েজমানরা। ঠিক এখানেই মেসির অভাব বুঝেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেন, মেসি থাকাকালীন বিলবাও আরও ফেয়ার দল ছিল। যখন আপনি মেসির দিকে বল বাড়াবেন, সে তখন এটি হারাবে না। বলতে পারেন মেসি এখানে নেই, আমরাও জানি এটি আর পরিবর্তন করা সম্ভব নয়।’
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে এরিক গার্সিয়া হারান তার দাদাকে। দাদার মৃত্যু শোক নিয়ে মাঠে নামে গার্সিয়া। খেলার শেষ দিকে লাল কার্ডও দেখেন এই ফুটবলার।