লিওনেল মেসি পিএসজিতে যাবার পর সবার একটাই প্রশ্ন, কবে মাঠে নামবেন তিনি? ৩০ নাম্বার জার্সি গায়ে চাপিয়ে প্রেমের নগরী প্যারিসে ফুটবলকে কখন ভালোবাসবেন তিনি, তর আর সইছে না কারও। মেসিরও নিশ্চয়ই সইছে না নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে!
উত্তর আছে পিএসজি কোচের কাছে। দলের অবিসংবাদিত সেরা তারকাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চান পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। আভাস মিলেছে, ৩০ আগষ্ট রাঁমসের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা গেলেও যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারকে।
পিএসজির হয়ে ইতোমধ্যে অনুশীলন শুরু করেন মেসি। তাকে ছাড়াই ফ্রেঞ্চ লিগে দু’টি ম্যাচ খেলেছে ফরাসি জায়ান্টরা। লিগের কোনো ম্যাচে এখনও দেখা যায়নি লিওকে। পচেত্তিনো বলছেন, কোপা আমেরিকার ফাইনালের পর মাত্র দুই দিন অনুশীলন করেন মেসি। পুরোপুরি ফিট হয়ে এবং সবার সাথে বোঝাপড়া তৈরি হওয়ার পরই নামবে মেসি।
সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ভক্তকূল। মেসিকে মাঠে দেখতে অপেক্ষা করছে তারা। লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে না নামলেও খেলা দেখতে মাঠে এসেছিলেন লিওনেল মেসি।