সাম্প্রতিক সময়ে মদ-ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কয়েকজন নারী। তাদের পরিচয় দেওয়া হচ্ছে মডেল বা অভিনয়শিল্পী হিসেবে। অথচ ঘটনার আগে এদেরকে মানুষ চিনতো না বললেই চলে। এহেন পরিস্থিতিতে শোবিজ তারকারা পড়েছেন বিব্রতকর অবস্থায়।
এই বিষয়ে মুখ খুললেন জয়া আহসান। অভিযুক্তদের নামের সাথে মডেল, অভিনেত্রী কথাগুলো ব্যবহার করা নিয়ে আপত্তি তোলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ভেরিফায়েড ফেসবুক পোস্টে জয়া লিখেন, ‘যাকে খুশি মডেল বা অভিনেত্রী বলবেন না। প্রকৃত শিল্পীরা এতে অসম্মানিত হচ্ছেন। ব্যক্তিগত পরিচয়, প্রভাব বা কপাল জোরে দুই কটি নাটক বিজ্ঞাপনে কাজ করলেই তাকে মডেল কিংবা অভিনেত্রী বলা যায় না’।
পোস্ট দেওয়ার কারণও জানিয়ে দেন জয়া আহসান। বলেন, ইদানিং পুলিশের অভিযানে কাউকে গ্রেফতার করা হলেই নামের পাশে মডেল-অভিনেত্রীর তকমা লদেওয়া হয়। এতে প্রকৃত অভিনেতা, অভিনেত্রী, মডেলসহ শোবিজ জগতের সকলে অসম্মানিত হচ্ছেন।