যুক্তরাষ্ট্রে অর্ধেক নাগরিককে টিকার সম্পূর্ণ ডোজ প্রদান সম্পন্ন

0
যুক্তরাষ্ট্রে অর্ধেক নাগরিককে টিকার সম্পূর্ণ ডোজ প্রদান সম্পন্ন

যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিককে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ প্রদান করা সম্পন্ন হয়েছে। হোয়াইট হাউসের করোনা ডাটার পরিচালক এক টুইট বার্তায় এই তথ্য উল্লেখ করেছেন।

করোনা ডাটার পরিচালক সাইরাস সাহপার বলেন,
যুক্তরাষ্ট্রে মোট ১৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ মডার্না বা ফাইজারের দুই ডোজ টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন। অর্থাৎ সব বয়সীদের মোট ৫০% টিকা দেওয়ার মাইলফলক পার করেছে যুক্তরাষ্ট্র সরকার।

এর পূর্বে গত মে মাসে যুক্তরাষ্ট্র অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে পূর্ন ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক পেরিয়ে গিয়েছিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫৫ লাখ। দেশটিতে করোনা সংশ্লিষ্ট অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭শ মানুষের।