যেসব কারণে বার্সা ছাড়লেন মেসি

0
যেসব কারণে বার্সা ছাড়লেন মেসি

মেসি আর বার্সায় নেই। মেসি আর বার্সার নয়। কয়েক বছরের নাটকীয়তা, গুঞ্জনের সমাপ্তি ঘটলো। ছিন্ন হলো ২১ বছরের গভীর সম্পর্ক। প্রিয় ক্লাব সাথে চুক্তি আর নবায়ন করা হলো না লিওনেল মেসির। কিন্তু কেনো?

স্প্যানিশ দৈনিক মার্কার মতে, মেসির বার্সায় থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিলো। ক্রীড়া খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা তাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সিভিসির সঙ্গে লা লিগার চুক্তির ফলে বার্সেলোনা পেতে পারত প্রায় ২৭ কোটি ইউরো। কিন্তু সেক্ষেত্রে সুপার লিগ আয়োজনের ভাবনা থেকে সরে আসতে হবে তাদের। লা লিগার এমন শর্তই বার্সেলোনাকে ঝামেলায় ফেলেছে। মেসি না সুপার লিগ, কঠিন পরিস্থিতিতে পড়ে তারা। এই অবস্থায় মেসিকে বিসর্জন দিতে হয়।

এছাড়া, লিগের নতুন নিয়ম বিপদে ফেলে বার্সাকে। করোনা মহামারিতে ক্লাবগুলোর আর্থিক অবস্থা যেনো আরও খারাপ হয়ে না যায়, দলগুলোর আয়ের সাথে সঙ্গতি রেখে খেলোয়াড়দের বেতনের জন্য নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। যা প্রায় বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর মতো।

এদিকে কাতালান ক্লাবটির খেলোয়াড়দের বেতন বাবদ খরচ হয় এর দ্বিগুণের কাছাকাছি। মেসি তাই অর্ধেক বেতন কমিয়ে থেকে যেতে সম্মত হয়েছিলেন। মেসির দেখাদেখি পিকে, বুস্কেটস, জর্দি আলবা, টের স্টেগেন, সার্জি রবার্তো নিজেদের বেতন কমাতে চাইলেও অন্য খেলোয়াড়রা রাজি হয়নি। প্রাণের ক্লাবে মেসিরও তাই থাকা হয়নি আর।