রানআউটে সাজঘরে ফিরল সিকান্দার রাজা

0
সিকান্দার

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিল জিম্বাবুয়ে। মাত্র ৮১ রানের মাথায় হারিয়েছিল ৫টি উইকেট। ষষ্ঠ উইকেটে ৫০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন সিকান্দার রাজা ও পিজে মুর। তবে ৩৯তম ওভারে রানআউট হয়ে ফিরে গেছেন রাজা। তার আগে তিনি খেলেছেন ৫২ রানের লড়াকু ইনিংস। এই প্রতিবেদন লেখার সময় ৪০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর : ১৩৪/৬। ১৩ রান করে অপরাজিত আছেন মুর।

নতুন বছরের শুরুটা দারুণভাবেই করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই প্রতিপক্ষকে জোড়া ধাক্কা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সাজঘরে ফিরিয়েছেন সলোমন মায়ার ও ক্রেইগ অরভিনকে।

অষ্টম ওভারে অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকেও সাজঘরমুখী করেছেন মাশরাফি। ২৪ রান করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন ব্রেন্ডন টেলর। কিন্তু তাঁকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন টেলর। জিম্বাবুয়ের আরেক ব্যাটিং ভরসা ম্যালকম ওয়ালারকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি সানজামুল ইসলাম। সাজঘরে ফিরিয়েছেন ২৬তম ওভারে।
সিকান্দার
ৱশ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বছর। সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। তাঁর জায়গায় তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়। দলে

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার,পিজে মুর, ক্রেইগ অরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জারভিস, ক্রিস এমপফু ও ব্রেন্ডন মাভুটা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে