রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো!

0
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো

স্পেনে কর ফাঁকির অভিযোগ লিওনেল মেসি ও নেইমারের পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধেও  উঠে। তবে তা অস্বীকার করেন তিনি। তবু এ নিয়ে নানা ঝামেলা পোহাতে হয় তাকে। এতে ত্যক্তবিরক্ত হয়ে গেলো গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার হুমকি দেন সিআরসেভেন।

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো

ইতিমধ্যে স্পেনের একটি আদালতে রোনালদো স্বীকার করেন, তিনি ইংল্যান্ডে ফিরতে চান। তবে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ না দেখানোয় সেই যাত্রায় থেমে যেতে হয় তাকে।

তবে পর্তুগিজ উইঙ্গার এবার বেশ জোরেশোরেই ঘোষণা দিলেন, পরের গ্রীষ্মেই রিয়াল ছাড়ছেন। কারণ দেখিয়ে তিনি বলেছেন, ক্লাবটিতে আমি সুখী নই। বিশেষ করে বেতন-ভাতাদি নিয়ে।

রোনালদোর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, রিয়ালে আর বেশি দিন নেই সময়ের অন্যতম সেরা ফুটবলার। এর মূল কারণ তার বেতন বৃদ্ধি না করা।

একই সুর ফুটে উঠেছে স্পেনের খেলাধুলাবিষয়ক টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’র সাংবাদিক এদু আগুয়েরোর বিবৃতিতে, এরই মধ্যে রিয়াল ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন রোনালদো। কয়েকদিন আগেই রিয়ালের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন তিনি। তবে তা মেনে না নেয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

তিনি বলেন, রোনালদো মনে করেন-তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রিয়াল। যুক্তির দাঁড়িপাল্লায় তার মূল্য পরিমাপ করা হচ্ছে না। অথচ আরো মর্যাদা পাওয়ার কথা।

এমন কথাবার্তা কানে গেছে লস ব্লাঙ্কোজ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কানেও। তিনি জানিয়েছেন, রোনালদো দাবি-দাওয়া মেনে নিতে প্রস্তুত রিয়াল। তবে দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে তা নিয়ে আলোচনায় বসা হচ্ছে না। এ পরিস্থিতি পাল্টাতে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে