রোহিঙ্গা উদ্বাস্তুদের মধ্যে এখন পর্যন্ত ১৯ জন এইচ আই ভি রোগী সনাক্ত হয়েছে, এদের মধ্যে একজন সদর হাসপাতালে মারা গেছেন।
রাখাইনে স্মরণ কালের ভয়াবহ জাতিগত নিধনে এখন পর্যন্ত সর্বমোট প্রায় দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্হান করছে ।
UNAIDS এর রিপোর্ট অনুযায়ী বার্মার ২.৩ লক্ষ মানুষ এইচ আইভিতে আক্রান্ত !
মিয়ানমার বিশ্বের ৩৫ টি এইচআইভি উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়া দেশের একটি ।
বাংলাদেশের স্বাস্হ্য মন্ত্রনালয় উখিয়া এবং টেকনাফ উপজেলায় এইচআইভির জীবানু সনাক্তকরণ ৩০০ কিট সরবরাহ করেছে ।