বাবার সঙ্গে লুডু খেলে হারায় আদালতে গেছেন মেয়ে। সম্প্রতি ভারতের ভোপালে এ ঘটনা ঘটে।
আদালতে মেয়ের দাবি ছিল, লুডু খেলায় বাবার কাছে হেরে তিনি নিজেকে একাকী মনে করছেন। এছাড়াও খেলায় হারায় তাকে তাচ্ছিল্য করায় তার মন খারাপ হয়েছে।
বাদী ২৪ বছর বয়সী তরুণী মূলত পারিবারিক আদালতের শরাণাপন্ন হয়েছেন। পারিবারিক আদালতের কাউন্সেলর সারিতা রজনী সাংবাদিকদের এ তথ্য জানান।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লুডু খেলায় হারার পর ২৪ বছর বয়সী ওই তরুণী যেই অভিজ্ঞতার মধ্যে যেতে হয়েছে, তাতে ওই তরুণী তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছে। এমনকি নিজ বাবাকে বাবা বলে সম্বোধন করতেও তিনি দ্বিধান্বিত।
কাউন্সেলর সারিতা রজনী সাংবাদিকদের বলেন, ‘আমি ওই তরুণীর সঙ্গে চারবার দেখা করে কথা বলার পর বিষয়টি নিয়ে এখন কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করছি। আসলে করোনা প্রতিরোধে থাকা লকডাউনে মাসের পর মাস ঘরবন্দী থাকায় পরিবার এবং সমাজে এসব পরিবর্তন সৃষ্টি হচ্ছে৷ ফলে সবাই ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করছেন।’