লেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে বার্সেলোনা

0
বার্সেলোনা

নিজেদের মাঠে ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে লুইস সুয়ারেসের একমাত্র গোলে জিতেছে টুর্নামেন্টের রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নরা। সমর্থকদের সামনে বার্সেলোনার প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রায় ৮০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখা দলটি নয়টি কর্নার আদায় করে নেয়; কিন্তু বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
বার্সেলোনা
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মেসির ট্রেডমার্ক শট পাশের জালে লাগলে আবারও হতাশ হতে স্বাগতিকদের। চার মিনিট পর দানিয়েল পারেহোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

৬৭তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। বাঁ-দিকের বাইলাইন থেকে মেসির ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে সুয়ারেসের করা হেডে বল এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়।পাঁচ মিনিট পর সিলেসেনকে অপ্রস্তুত দেখে প্রায় ৩০ গজ দূর থেকে শট নেন ফরাসি মিডফিল্ডার কোকেলিন। বল একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বার্সেলোনা।

কিছুক্ষণ পর মেসির একটি ফ্রি-কিকও ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। ৭৯তম মিনিটে পাকো আলকাসেরের বিদ্যূৎ গতির শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ঠেকান ভালেন্সিয়া গোলরক্ষক। শেষ দিকে প্রতি-আক্রমণে সুয়ারেস আরেকটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি। আগামী সপ্তাহে ফিরতি পর্বে ভালেন্সিয়ার মাঠে খেলতে যাবে এরনেস্তো ভালভেরদের দল। বুধবার শেষ চারের অপর লড়াইয়ের প্রথম লেগে লেগানেসের মাঠে ১-১ ড্র করেছে সেভিয়া।