বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের ফরম পূরণ করতে বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফরম পূরণ করে ডাকযোগে এনটিআরসিএতে পাঠাতে হবে। এনটিআরসিএ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের পাঁচ কপি ফরম পূরণ করতে হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ধাপে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করেছিল এনটিআরসিএ। ৩৮ হাজার ২৮৬টি পদে নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ। এর মধ্যে ৩৪ হাজার ৬১০টি এমপিওভুক্ত পদে ও ৩ হাজার ৬৭৬টি নন–এমপিও পদে নিবন্ধিত প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হবে। যাচাই শেষে ওয়েবসাইটে সুপারিশপত্র প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেবেন। আর এমপিওর জন্য আবেদন করতে পারবেন।
ফরম কোথায় মিলবে
এনটিআরসিএর ওয়েবসাইটে সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ভি-রোল) প্রকাশ করা হয়েছে। শিক্ষকদের জন্য ফরম দেখতে ক্লিক করুন এখানে।
কীভাবে ফরম পূরণ করতে হবে
সুপারিশ পাওয়া প্রার্থীদের নির্ধারিত ফরমটি পাঁচ কপি ডাউনলোড করতে হবে এবং নিজ হাতে পূরণ করতে হবে যথাযথভাবে। পরে খামের ওপর বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফরম পাঠাতে হবে।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ বলছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ভি-রোল) পূরণ করা প্রয়োজন। এনটিআরসিএর ওয়েবসাইটের (http://www.ntrca.gov.bd/) পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউনলোড করে ফরমের পাঁচ কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে এবং খামের ওপর বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে এনটিআরসিএ কার্যালয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
প্রথম আলো