শিল্পার ক্যারিয়ারে রাজের নেতিবাচক প্রভাব

0

ব্যবসায়ী ও প্রযোজক রাজ কুন্দ্রা পর্ণো কান্ডে ফেঁসে যাবার পর মাস কেটে গেছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। তবে, এখনই নিষ্পত্তি হয়নি মামলা। ক্যারিয়ারে বড়োসড়ো ধাক্কা যে খেয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। গত এক মাসে আদালত আর জেলখানায় চক্কর কাটতে কাটতেই নাজেহাল রাজ কুন্দ্রা।

রাজের সঙ্গে ধস নেমেছে আরেকজন মানুষের ক্যারিয়ারে। তিনি শিল্পা শেঠী। বলিউড সুন্দরী শিল্পা শেঠীর কাজের ধারাবাহিকতায় ছেদ ফেললেন রাজ। এটি অবশ্য স্বাভাবিক। স্বামীর অপকর্মে স্ত্রী’র সময় যে ভালো কাটবে না, তা কারও অজানা নয়। স্বামীর ক্ষণস্থায়ী জামিনের পর শিল্পাও যেন খানিকটা স্বস্তি পেল। প্রায় এক মাস পর যোগ দিল কাজে।

ড্যান্স বিষয়ক রিয়েলিটি শো সুপার ড্যান্সার ৪ এর বিচারকদের একজন ছিলেন শিল্পা শেঠী। কিন্তু রাজ গ্রেফতার হওয়ার পর থেকে তাকে আর শুটিংয়ে দেখা যায়নি। শোনা গিয়েছিল শিল্পার জায়গায় অন্য কাউকে বিচারক হিসেবে আনবে শো কর্তৃপক্ষ। অবশেষে ফিরলেন শিল্পা নিজেই। যদিও কাজে ফিরলেও আগের শিল্পা ও বর্তমান শিল্পার মধ্যে পার্থক্য স্পষ্ট। শারীরিক ও মনস্তাত্ত্বিক দুই রকমও প্রভাবই পড়েছে।

পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন ২৫ আগষ্ট। এর আগে আপাতত তাকে গ্রেফতার করা যাবে না। যদিও একটি মামলায় এখনও জেলবন্দি থাকতে হবে রাজ কুন্দ্রাকে।