শেষ টি-টোয়েন্টি আজ, মিশন ৪-১

0

ঘটন-অঘটনের অজি সিরিজের সমাপ্তি ঘটছে আজ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুলাই বাংলাদেশে পা রাখে মাইটি অজিস। শর্তে শর্তে জেরবার করে মাঠের বাইরের খেলায় ত্যক্ত করে তোলে বিসিবিকে। দেশের ক্রিকেটের কথা ভেবে বোর্ড তবু নিরবে সয়ে যায়। যাতনা সইবার প্রতিদান সোনার ছেলেরা দিয়েছে সোনার হরফে লিখে।

প্রথম তিন টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে টানা পরাজয়ের স্বাদ দেয় বাংলাদেশ। জিতে নেয় সিরিজ। যেকোনো ফরম্যাটে অজিদের বিপক্ষে এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। লজ্জায় লাল অজিরা চতুর্থ ম্যাচে এসে পায় জয়ের দেখা। সাকিবের ভূতুড়ে এক ওভার না হলে সেই ম্যাচও হয়তো টাইগাররা জিততো।

যা যাওয়ার গেছে। শেষ ভালো যার সব ভালো তার। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলায় জয়ের লক্ষ্যেই নামবে মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। আগের ম্যাচের ভুল শুধরে জয়ে ফিরবে, অস্ট্রেলিয়ার চূর্ণবিচূর্ণ দম্ভে অন্তিম আঘাত হানবে বাংলাদেশ, সকলের একই চাওয়া।

সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই বাংলাদেশ ফেভারিট। খেলেছে ফেভারিটের মতোই। ব্যাটিংয়ে ভোগাচ্ছে টপ অর্ডার। বিশেষত সৌম্য। আজ অন্তত ভালো কিছু আশা করা যেতেই পারে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রস্তুতি এর চেয়ে কখনও এতটা ভালোভাবে শুরু হতে সুদূর অতীতে দেখেনি কেউ।

সাফল্য ধরে রাখার মিশনে মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে বাংলাদেশ। ৩-২ নয়, জাতির স্বপ্নে এখন কেবলই ৪-১ ব্যবধানের বিশাল সিরিজ জয়।