শ্রীনগরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ১

0

স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা।
শ্রীনগরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা
এখন পর্যন্ত এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আক্রমণকারী বলে সন্দেহ করছে পুলিশ। আহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য।

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছে। বিএসএফ কর্মকর্তারা জানান, হামলাকারীরা ক্যাম্প সীমানার ভেতরে একটি বাড়িতে এখনো অবস্থান নিয়ে আছে।

এটিকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হামলাকারীদের একজন।

শ্রীনগরের এই সেনা ক্যাম্পটি ওখানকার আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই অবস্থিত এবং সুরক্ষিত এলাকা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে