পরিবর্তন আনা হয়েছে সাফ চ্যাম্পিয়নশীপের সূচিতে। ফিফা র্যাঙ্কিংয়ের জন্য সাফের সূচিতে এই পরিবর্তন আনা হয়। মালদ্বীপে আগামী ১ অক্টোবর থেকে মাঠে গড়াবে সাফের ১৩ তম আসর। আগের সূচি অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। আসরের উদ্বোধনের দিন ঠিক থাকলেও নতুন সূচিতে পাল্টেছেফাইনালের তারিখ।
রাউন্ড রবিন পদ্ধতিতে আগের সূচি হিসেবে প্রথম দিনেই মাঠে নামতো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। পরের ম্যাচ ভারতের সাথে। ৩ অক্টোবর ম্যাচটি হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে খেলাটি হবে একদিন পর, অক্টোবরের ৪ তারিখ। গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিরুদ্ধে, ৭ অক্টোবর।
চতুর্থ ম্যাচ খেলার আগে ছয় দিনের লম্বা বিশ্রাম পাবে লাল সবুজের দল। ১৩ অক্টোবরের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ-
১ অক্টোবর শ্রীলঙ্কা (রাত দশটা)
৪ অক্টোবর ভারত (বিকেল পাঁচটা)
৭ অক্টোবর মালদ্বীপ (রাত দশটা)
১৩ অক্টোবর নেপাল (বিকেল পাঁচটা)