শনিবার দিবাগত রাত পৌণে একটায় এথেলেটিকো মাদ্রিদের নতুন স্টেডিয়াম ‘ওয়ান্ডা মেট্রোপোলিটানো’তে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী এথেলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় বর্তমানে সমান সংখ্যাক ১১ ম্যাচে সমান পয়েন্ট (২৩) নিয়ে গোল ব্যবধানে যথাক্রমে ৩য় এবং চতুর্থ অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ এবং এথেলেটিকো মাদ্রিদ।
লা লিগায় রিয়ালের সাম্প্রতিক ফর্ম যাচ্ছে তাই। দুই জয় এবং দুই হারে বেশ বাজে অবস্থায় আছে দলটির আত্নবিশ্বাস। গোলহীন অবস্থায় আছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফর্মে নেই করিম বেনজেমাও। দুই তরুণ ইস্কো এবং এসেনসিওর ঘাড়ে চড়েই পার পেতে হচ্ছে রিয়ালকে। এদিকে চিন্তায় আছে এথেলেটিকোও। এখন পর্যন্ত কোন ম্যাচ না হারলেও ১১ ম্যাচে ৫ টি বড় দুশ্চিন্তার কারন দিয়েগো সিমিয়নের দলের জন্য। এছাড়া অনেকদিনই গোলের মুখ দেখছে না ফরাসী তারকা আন্তেনিও গ্রীজম্যানও। দেখা যাক কারা জয়ীর হাসি হাঁসে মাদ্রিদ ডার্বিতে?
অপরদিকে সিডি লেগানেস এর মাঠ স্তাদিও মিউনিচিপ্যাল ডি বুতার্কিউয়ে তাদের বিপক্ষে দিনের অন্য ম্যাচে মাঠে নামবে কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনাও। পয়েন্ট টিবেল শীর্ষে থাকা দলটি বেশ উজ্জীবিত এই মুহুর্তে। আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি আছে ফর্মের তুঙ্গে। ১১ ম্যাচে ১২ গোল দিয়ে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার একদম শীর্ষে। ফর্মে ফেরা ইঙ্গিত দিয়েছে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজও।
সাব্বির আকিব