সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

0
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

বুধবার ইয়েমেনে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট । এই বিমান হামলায় ১১ বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে।

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

এর একদিন আগে হুতি বিদ্রোহীরা রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে এ হামলা চালানো হয়। ইরানের সমর্থনের ফলেই বিদ্রোহীরা রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পেরেছে বলে ওয়াশিংটন দাবি করেছে।

সানায় সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ্ সালেহ্’র প্রাসাদ পাহারারত হুতিদের ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। চলতি মাসের গোঁড়ার দিকে শিয়া বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হন।

সৌদি বাদশাহ্ সালমানের বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাদশাহ্ সালমানের সরকারি বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ইরানের রেভোল্যুশনারি গার্ড এর সহায়তায় এই হামলা চালানো হয়েছে।

এর আগে গতমাসে রিয়াদে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। হুতি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ইরান সরবরাহ করেছে বলে তারা অভিযোগ করে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালেই এ ব্যাপারে প্রমাণ উপস্থাপন করে জানান, ক্ষেপণাস্ত্রটি যে ইরানের তৈরি আমাদের কাছে তার ‘অকাট্য’ প্রমাণ রয়েছে। অবশ্য তেহরান হুতিদের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে