স্টার্কের ডাবল হ্যাটট্রিক

0
স্টার্কের ডাবল হ্যাটট্রিক

মিচেল স্টার্ক চোটের কারণে দলের সঙ্গে ভারত সফর করতে পারেননি। চোট কাটিয়ে ফিরেছেন ঘরোয়া লিগে। ফিরে বল হাতে বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ফাস্ট বোলার। এক ম্যাচেই পেয়েছেন দু’বার হাটট্রিকের দেখা। স্টার্ক একমাত্র বোলার যিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে একই ম্যাচে ডাবল হ্যাটট্রিক করার বিরল কীর্তি গড়েছেন।

স্টার্কের ডাবল হ্যাটট্রিক

অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামেন মিচেল স্টার্ক। সেই ম্যাচে এমন দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডকে যেন রীতিমত সতর্কবার্তা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অন্যতম এই অস্ত্র। গত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের হয়ে জোনাথন ওয়েলসকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকের সূচনা করেন স্টার্ক। ওয়েলসকে অধিনায়ক স্টিভেন স্মিথের ক্যাচে পরিণত করেন তিনি। পরের দুই বলে যথাক্রমে জেসন বেহরেনড্রফ এবং ডেভিড মুডিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

প্রথম ইনিংসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জেসন বেহরেনড্রফ, ডেভিড মুডি ও সিমন ম্যাকিনকে তুলে নিয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পান স্টার্ক। এর মধ্যে নিজের ট্রেডমার্ক ডেলিভারি দিয়ে বেহরেনড্রফ ও সিমন ম্যাকিনকে সরাসরি বোল্ড করেন স্টার্ক। এ ছাড়া একটি দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেভিড মুডি। এই ইনিংসে ৬৫ রানের বিনিময়ে সবমিলিয়ে চারটি উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। দুই ইনিংসেই শেষ তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে স্টার্কের আগে এক ম্যাচে দুইবার হ্যাটট্রিক করতে পেরেছেন মাত্র সাতজন বোলার। সর্বশেষ হ্যাটট্রিকটি সেই ৩৮ বছর আগে। ১৯৭৯ সালে মুলতানে কম্বিনেডের হয়ে ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ডাবল হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন আমিন লাখানি। এই সাতজনের মধ্যেই দু’জন আবার একই ইনিংসে ডাবল হ্যাটট্রিকের দেখা পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে