স্থগিত করা হলো রাজের ফিল্ম ক্লাবের পদ

0
স্থগিত করা হলো রাজের ফিল্ম ক্লাবের পদ

পরীমনির সাথে গ্রেফতার হওয়া রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এবং চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে। বাংলাদেশ ফিল্ম ক্লাবের সহযোগী সাধারণ সম্পাদক ছিলেন রাজ। তার পদ স্থগিত করেছে বাংলাদেশ ফিল্ম ক্লাব। জানিয়েছেন সংগঠনের সভাপতি চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি বলেন, ‘বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করি। সবার মতামতের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তার পদ স্থগিত করেছি। রাজ যদি শাস্তিপ্রাপ্ত হন, তাহলে স্থায়ীভাবে পদ হারাবেন’।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন। নির্বাচনে ওমর সানির প্যানেলে নির্বাচন করে জয়ী হন রাজ। তার স্থগিত হওয়া পদটি বর্তমানে ওমর সানির অধীনে রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৪ আগষ্ট) বনানীর নিজ বাসা থেকে রাজকে আটক করে র‌্যাব। বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন যৌন উত্তেজক সামগ্রী, সেক্স টয়, বিদেশি মদ, ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া, তার মোবাইলে অসংখ্য তরুণীর পর্নো ভিডিয়ো পায় র‌্যাব। মাদক মামলায় পরীমণি ও তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।