হাইমচরে অটোরিকশাচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

0
হাইমচরে অটোরিকশাচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের হাইমচরে সিএনজিচালিত অটোরিকশার চালক সোহেল খান (২০) হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

অটোরিকশার চালক সোহেল খান ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের আলম খানের ছেলে।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাইমচর উপজেলার আকতার হোসেন (২৭), অলিউর রহমান (১৯) ও রাসেল ওরফে আবদুর রহমান (১৮)। তাঁরা চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে সোহেল খানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে ছবি দেখে সোহেলের বাবা আলম খান ছেলের পরিচয় শনাক্ত করেন এবং এ ঘটনায় হত্যা মামলা করা হয়। ঘটনা তদন্ত করে পুলিশ তিনজনকে আটক করে এবং আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।