৩ যুগ পর জিম্বাবুয়ে ছাড়া বিশ্বকাপ, সুযোগ পেল আফগানিস্তান

0

৩ যুগ পর, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট হতে যাচ্ছে জিম্বাবুয়েকে ছাড়া। আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সুযোগ করে নিল আফগানিস্তান।

২২মার্চ ভাগ্যের পরিহাসে বৃষ্টি আইনে আরব আমিরাতের কাছে ৩ রানে হেরে যায় জিম্বাবুয়ে। আরব আমিরাতর ইনিংস যখন ৪৭.৫ ওভারে ২৩৫ রান তখনি বাঁধা দেয় বৃষ্টি। জিম্বাবুয়েকে লক্ষ্য দেয়া হয় ৪০ ওভারে ২৩০ রানের। জিম্বাবুয়ে করতে পারে ২২৬। তখনি মূলত শেষ হয়ে যায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় অবস্থানে থাকা  জিম্বাবুয়ের স্বপ্ন। কারন আজ শেষ ম্যাচ ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এর। যাদের দুইজনের পয়েন্টই ৪। যে দল জিতবে সেই যাবে বিশ্বকাপে। তবুও কাগজে কলমে আশা ছিল জিম্বাবুয়ের। যদি ম্যাচ ড্র হয় তাহলে সুযোগ থাকতো জিম্বাবুয়ের।

কিন্তু জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড দুই দলের স্বপ্ন ভেঙে বিশ্বকাপে জায়গা করে নিল এশিয়ার উঠতি ক্রিকেট শক্তি আফগানিস্তান। আয়ারল্যান্ড কে ৫ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় অবস্থানে চলে আসে আফগানিস্তান। ফলে ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপে ১০ম ও শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল তারা।

বাছাই পর্ব থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলো হল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ২৫ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মধ্যে ফাইনাল খেলা হবে।

বাদ পড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড , স্কটল্যান্ড সবাই ভালো করেছে তাই আফসোস থেকেই যাচ্ছে, আইসিসি কেন ১২ দল থেকে কমিয়ে বিশ্বকাপ ১০দলের করলো!