কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বব্যাপী চলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে তুরস্ক। দেশের প্রায় ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকাদান সম্পন্ন করা হয়েছে দেশটিতে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি জানায়, জানুয়ারিতে শুরু হওয়া ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকা প্রদান করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে জোরদার ভ্যাকসিন কর্মসূচির অংশ হিসেবে তুরস্কে বর্তমানে ১৮ বছর বয়সের থেকে টিকা প্রদান করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইতোমধ্যে প্রায় চার কোটির বেশি তুর্কি নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দুই কোটি ৬০ লাখের বেশি নাগরিক টিকার দ্বিতীয় ডোজও সম্পন্ন করেছেন।
সর্বশেষে ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১৩ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটিতে প্রাপ্ত বয়স্কদের মোট ৬৫ দশমিক ২৪ ভাগ টিকা গ্রহণ করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় তুরস্কের ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলেও মৃত্যু বরণ করেছেন ৬০ জন করোনা রোগী। ব্যাপক টিকাদানে ইউরোপের অন্যান্য দেশের মতোই দেশটিতে কমেছে মৃত্যু হার।