বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের লজ্জা তো আছেই, শেষ টি-টোয়েন্টিতে আরও বড়ো লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৬২ রানে অলআউট হয় অজিরা। পরাজয় বরণ করে ৬০ রানে। তাতেই খুশিতে গদগদ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
অস্ট্রেলিয়ার চিরশত্রু ইংল্যান্ড। ক্রিকেট দ্বৈরথে যেন একে অপরের ছায়াও মাড়াতে অনিচ্ছুক। এক দলের ব্যর্থতা আনন্দিত করে আরেক দলকে। খোঁচা মারায় কেউ কারও চেয়ে কম নয়।
২০০৫ সালে মাইকেল ভনের নেতৃত্বে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। বাংলাদেশের কাছে এমন লজ্জাজনক হারের পর সাবেক ইংলিশ অধিনায়ক ভন টুইটারে লেখেন, ‘৬২ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া। সময় এসেছে গলা ভিজিয়ে নেওয়ার’।
ছোট এক লাইন। কিন্তু ঝাঁঝ কতটুকু, কোনো অস্ট্রেলিয়ানকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে।