অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ ছবির প্রিমিয়ার হবে নরওয়েতে

0
অনন্ত জলিলের 'দিন : দ্য ডে' ছবির প্রিমিয়ার হবে নরওয়েতে

অনন্ত জলিলের সাফল্যের পালকে নতুন মুকুট। নরওয়ের ‘বলিউড ফেস্টিভ্যাল ২০২১’- এ প্রদর্শনের জন্য নিমন্ত্রণ পেয়েছে অনন্ত’র নতুন ছবি ‘দিন : দ্য ডে’। উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘দিন : দ্য ডে’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা-অভিনেত্রী অনন্ত-বর্ষাসহ প্রযোজক ও পরিচালককে আয়োজনে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর নরওয়েতে অনুষ্ঠিত হবে ফেস্টিভ্যালটি।

এই খবরে আনন্দিত অনন্ত বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। বড় বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি প্রদর্শিত হচ্ছে, পুরস্কারের জন্য নির্বাচিত হচ্ছে, এটি ইতিবাচক। অনেক বড়ো সম্মান’। এখনও মুক্তি না পাওয়া ছবিটির প্রিমিয়ার বলিউড ফেস্টিভ্যালে হবে বলে জানান অনন্ত জলিল।

বলিউড ফেস্টিভ্যালটি নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ার সবচাইতে বড়ো সিনে ফেস্টিভ্যাল। ১৮ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এটি। বিভিন্ন দেশ ও ভাষাভাষী মানুষের মধ্যে এশিয়ান চলচ্চিত্রের পরিচয় করিয়ে দেওয়া ও প্রসার ঘটানোই মূলত উৎসবের লক্ষ্য। বিভিন্ন দেশের পাশাপাশি বলিউডের তারকারও অংশ নেন এতে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘দিন : দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম। মূখ্য ভূমিকায় আছেন অনন্ত জলিল। মুক্তির পর সিনেমার ট্রেলার বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে।