অনুশীলনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

0
Ban vs NZ

সেপ্টেম্বরের ১ তারিখ প্রথম ম্যাচ। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি সিরিজ। টিম অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে ভয়ের বার্তা ছড়ালো কিউই শিবিরে। বাংলাদেশকে শুরু থেকে সমীহ করছে তারা। ঘরের মাঠে বাঘেদের শক্তি অজানা নয় কারও।

খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বকাপও ক্ষুদ্র সংস্করণেরই। নিউজিল্যান্ডের বিপক্ষে কুঁড়িবিশে একটাও জয় নেই বাংলাদেশের। অজি সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের খাতায় শূন্য ছিল। সিরিজ শেষে তা পাল্টে গেল ভোজবাজির মতো।

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকার মাটিতে পা পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন শেষ হলো ২৭ আগস্ট। আজ থেকে অনুশীলনে তারা। অনুশীলনে বাংলাদেশ দলও।

মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক মূহুর্ত ঘুরে বেড়ায়। সর্বশেষ স্মৃতি তরতাজা। সামনের মাসের পয়লা সপ্তাহে ফের নতুন ইতিহাসের জন্ম দিতে টাইগাররা বদ্ধপরিকর।