অবশেষে আসছে বাহুবলির প্রিক্যুয়েল

0
অবশেষে আসছে বাহুবলির প্রিক্যুয়েল

২০১৫ সালে মুক্তির পর ভারতবর্ষের বক্সঅফিস তোলপাড় করে দেয় তেলেগু সিনেমা বাহুবলি। ২০১৭ সালে আসে সিক্যুয়েল। বাহুবলী দ্য বিগিনিংয়ের চেয়ে বেশি হিট হয় দ্য কনক্লুশন। এস এস রাজামৌলির পরিচালনায় প্রভাসের অনবদ্য অভিনয়ে বাহুবলি সিরিজ জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।

এহেন সাফল্যের পর আর কোনো পার্ট আসবে কি-না, তা নিয়ে শোবিজ অঙ্গন সরগরম ছিল বহুদিন। বাহুবলি টিম সাফ জানায় আর আসছে না। অথচ মাহিশমাতি সাম্রাজ্যের চরিত্রগুলোর রহস্য এখনও উন্মোচন বাকী।

রহস্য উন্মোচন করতে ২০১৮ সালে বাতাসে খবর ছড়ায় প্রিক্যুয়েল আসার। তিন বছর পর গুঞ্জন সত্যি হচ্ছে। নেটফ্লিক্স ইন্ডিয়া আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাহুবলীর প্রিক্যুয়েল বিফোর দ্য বিগিনিংয়ের। তবে সিনেমা হিসেবে নয়, আসবে ওয়েব সিরিজ হিসেবে।

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা নয়নতারা থাকবেন মূখ্য ভূমিকায়। বিখ্যাত কনটেন্ট দিয়ে ওয়েব সিরিজে গ্র্যান্ড অভিষেক ঘটতে চলেছে নয়নতারার। আনন্দ নীলকান্তের উপন্যাস ‘দ্য রাইজ অব শিবগামী’ অবলম্বনে নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েব সিরিজটির।

অবশেষে সব জল্পনার পালা শেষ করে ঘোষণা এলো। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হবে শুটিং। এর আগেই ঘোষণা করা হবে পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের নাম।