সাইফ ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৭ এ অবশেষে জয়ের দেখা পেল আশা জাগানিয়া নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার লিগের দ্বিতীয় রাউন্ডে আরামবাগ ক্রিড়া চক্রকে মতিন মিয়ার একমাত্র গোলে হারায় তারা।
বেশ আশার আলো নিয়েই জন্ম সাইফ স্পোর্টিং এর। চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ার লিগে নাম লেখায় তারা। বিদেশি কোচ, বিদেশি কোচিং স্টাফ এবং ভালো মানের দেশি ও বিদেশি প্লেয়ার নিয়েই দল সাজিয়েছে তারা। লিগের আগে প্রায় দুইমাস ক্যাম্প করেছে কলকাতায়। প্রীতি ম্যাচ খেলেছে মোহনবাগানের মত দলের বিপক্ষে।
কিন্তু বিপিএলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সাথে জয় তুলে নিতে পারেনি তারা। আবাহনীর কাছে উদ্ভোধনী ম্যাচে ১-০ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং। তবে দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাড়িয়েছে তারা। মতিন মিয়ার পা থেকে ম্যাচের একমাত্র গোলটি হয় ১০ মিনিটের মাথায়। সাইফ স্পোর্টিং কি পারবে শিরোপা দৌড়ে টিকে থাকতে? এমন আভাসই হয়ত দিচ্ছে তারা।