অভিষেক সেঞ্চুরির গল্প শোনালেন সাদমান

0

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় দেড় বছর পর টেস্টে ফেরা, সেঞ্চুরি, অতঃপর অবসর। মাহমুদউল্লাহ আরও একটি কাজ করেন সেই ম্যাচে, জানালেন ওই টেস্টের আরেক সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৭৬ রানের ইনিংসটাই এতদিন সর্বোচ্চ ছিল সাদমানের। এর পর প্রায় তিন বছর কেটেছে, সাতটি ম্যাচ খেলেছেন। শতকের দেখা পাননি। হারারেতে পেলেন আরাধ্য শত রান। পেছনের গল্প শোনালেন তিনি।

‘দ্বিতীয় ইনিংসে নামার আগে রিয়াদ ভাই বলেছিল আমি সেঞ্চুরি পাব। ব্যাটটাও উনার। মাঠে শান্ত বলছিল ঠান্ডা মাথায় খেলে যেতে। আমিও চেষ্টা করেছি। সেঞ্চুরির আগে রান কত হয়েছে জানতে চাইনি’। এভাবেই অনুভূতি প্রকাশ করলেন তরুণ ওপেনার।

জিম্বাবুয়ে সিরিজ শেষ। দম ফেলবার ফুরসত নেই টাইগারদের। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ দুয়ারে। শুধু টেস্টের জন্য বিবেচিত সাদমানের আপাতত ব্যস্ততা নেই। ফ্রি সময়টুকু কাজে লাগাতে চান। সাদা পোশাকের ক্রিকেটে ফোকাস করতে চান। সাদমান বোঝেন, পরিশ্রম করলে তবেই মিলবে সাফল্য।