চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমিবর ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। রোববার ভোর ৪টার দিকে উপজেলার বাজিতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ৮শ গ্রাম গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই জব্দ করা হয়েছে।
আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. খিদির আলীর ছেলে জিয়াউল হক ওরফে জিয়া (৩৮), একই গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২), ধোবড়া গ্রামের মৃত লুৎফর আলীর ছেলে বেলালুল ইসলাম ওরফে বেলাল (৫০), দাইপুকুড়িয়া ইউনিয়নের চাকলা গ্রামের মৃত আলিফ উদ্দীন খলিফার ছেলে মো. কামাল উদ্দীন (৩৫)।
র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুল আলম বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল শিবগঞ্জের বাজিতপুর এলাকায় একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে একটি টিনের ঘরের ভেতর গোপন বৈঠক করার সময় এসব আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ জেএমবি’র ৫ সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। এ সময় আরও ৫-৬ দৌড়ে পালিয়ে যান। এ বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।