অ্যালিসনের দেখা সবেচেয়ে ভয়ঙ্কর ফুটবলার মেসির পরেই সালাহ

0
ফুটবলার সালাহ

সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মাঠে এক মোহামেদ সালাহই গুঁড়িয়ে দিয়েছিলেন এফসি রোমাকে। চ্যাম্পিয়নস লিগের সেরা চারের লড়াইয়ে এবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হচ্ছে রোমা। ফিরতি লড়াইয়ের ঠিক আগে সেই সালাহকে নিয়েই বড্ড সতর্ক রোমা গোলরক্ষক অ্যালিসন বেকার।

অ্যানফিল্ডে ৫-২ গোলের বড় ব্যবধানে রোমাকে হারতে হয় লিভারপুলের বিপক্ষে। ঘরের মাঠে নিজেরই সাবেক ক্লাবের বিপক্ষে সালাহর পা থেকে আসে দুই গোল। তাই এবার যখন রোমার মাঠে অতিথি এই ফরোয়ার্ড তখন তাঁর সঙ্গে লিওনেল মেসির তুলনাটাই দিলেন অ্যালিসন।

অ্যালিসনের দেখা সবেচেয়ে ভয়ঙ্কর ফুটবলার এতদিন ছিলেন মেসি। অ্যানফিল্ডে প্রথম লেগের পর এখন সেই তালিকায় ঢুকে গেছেন আরও একজন, ‘যাদের বিপক্ষে মাঠে নেমেছি আমি তাদের মধ্যে মেসিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এখন সালাহকেও সেই পাল্লায়ই মাপতে হচ্ছে।’

ভয়ঙ্কর বা শক্তিশালী যাই হোক না কেন, সালাহকে থামাতে আলিসন সতীর্থদের দেখতে চান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। দল হয়ে খেলে মিশরের ফরোয়ার্ডকে আটকে দিতে রোমার উদ্দেশে ব্রাজিলিয়ান গোলরক্ষকের আহ্বান, ‘সালাহকে আটকানোটা কঠিন। সে সহজাত প্রতিভার অধিকারী, এছাড়া নিজের প্রতি ভীষণ আত্মবিশ্বাসী। তবে দল হিসেবে খেলেই তাঁকে থামাতে চাই আমরা।’

আজ বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে অ্যালিসনরা। রাত পৌনে ১টায় স্তেদিও অলিম্পিকোতে মাঠে নামবে দুই দল।