আইএসের বোমা হামলায় পাকিস্তানে নিহত ১২৮ জন

0
আইএসের বোমা হামলায় পাকিস্তানে নিহত ১২৮ জন

ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানের বেলুচিস্তানে আসন্ন নির্বাচনের একজন প্রার্থীসহ অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, এ ঘটনায় আহত দুই শতাধিক মানুষ। গতকাল শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছেই মাসটাং।

এইদিকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি সংগঠনটি পরিচালিত ওয়েবসাইট আমাক নিউজ জানিয়েছে। ২০১৪ সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে বিস্ফোরণের পর সবচেয়ে মারাত্মক বিস্ফোরণের ঘটনা এটি।

ডন নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিহত প্রার্থীর নাম নওয়াবজাদা সিরাজ রাইসানি। তিনি সেখানকার প্রাদেশিক আসন পিবি-৩৫-এ বেলুচিস্তান আওয়ামি পার্টির (বিএপি) হয়ে লড়ছেন।