আইএসে যোগ দেওয়া নারীকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড

0
আইএসে যোগ দেওয়া নারীকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড

জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে অস্ট্রেলিয়া থেকে সিরিয়ায় পাড়ি জমানো এক নারী ও তাঁর দুই সন্তানকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। খবর বিবিসির।

২৬ বছর বয়সী এ নারী বড় হয়েছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—উভয় দেশের নাগরিকত্ব ছিল তাঁর। কিন্তু অস্ট্রেলিয়া ওই নারীর নাগরিকত্ব বাতিল করায় নিউজিল্যান্ড ব্যতীত নারীটির আর কোনো জায়গা থাকল না।

জানা যায়, নারীটি তাঁর দুই সন্তান নিয়ে সিরিয়া থেকে তুরস্কে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে সিরিয়ায় আইএসে যোগ দিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর গত বছর অস্ট্রেলিয়া তাঁর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব বাতিল করে।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, যেহেতু ওই নারীর নিউজিল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই, সুতরাং আমাদের আর কিছুই করার নেই। নিউজিল্যান্ড তাঁর দায়িত্ব গ্রহণ করছে।

জেসিন্ডা আরডার্ন আরো বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে ওই নারী ও তাঁর সন্তানদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভালো ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যেন নিউজিল্যান্ডের জন্য কোনো ঝুঁকি না হয়, সেই বিষয়টিতে লক্ষ্য করছি আমরা।’