আইসিসি ইভেন্ট নিয়ে দ্বৈরথ, বাংলাদেশের পর আয়োজক হতে চায় ভারত

0
আইসিসি ইভেন্ট নিয়ে দ্বৈরথ, বাংলাদেশের পর আয়োজক হতে চায় ভারত

জুন মাসের শুরুতে আইসিসি ২০২৪-২০৩১ সাল পর্যন্ত তাদের আট বছরের বৈশ্বিক ইভেন্টের সূচি প্রকাশ করেছে। প্রকাশের পরপরই আয়োজক হওয়া নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায়। এছাড়া বিসিবি একটি চ্যাম্পিয়ন্স ট্রফিও এককভাবে আয়োজনের কথা ভাবছে।

আইসিসির সভায় সিদ্ধান্ত হয়, ২০২৪ থেকে ২০৩১ সালে মোট আট বছরে ২টি ওডিআই বিশ্বকাপ, ৪ টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২ টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও চারটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল আয়োজন করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের পর ভারতও দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাতে যাচ্ছে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে গতকাল আইসিসির বড় তিনটি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
সিদ্ধান্ত অনুযায়ী একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দাবি জানাবে ভারত। এক বোর্ড কর্মকর্তা স্থানীয় সংবাদ সংস্থাকে জানান, ‘সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আমরা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দাবি জানাবো। আকারে ছোট হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতাটি খুবই জনপ্রিয়। তাই বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করতে চাই।’

বিসিসিআই যৌথ আয়োজনের কথা না বললেও গত সপ্তাহের বৈঠক শেষে বিসিবি প্রেসিডেন্ট পাপন বলেছিলেন, ‘আমরা এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করবো। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা একা পারব না, এগুলো যৌথভাবে করব। এসিসির অধীনে যারা আছি তাদের সঙ্গে কথা বলে একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিবো। বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করলে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের সাথে এব্যাপারে কথা বলব।’