নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান আসছে ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
তেহরিকে ইনসাফ পার্টি নির্বাচনে জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৭ জন জাতীয় পরিষদ সদস্যের সমর্থন আদায় করতে পারেনি। পাকিস্তান নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলে পিটিআইয়ের আসন ১১৬টি। অন্যদিকে মুসলিগ লিগ ৬৪টি এবং পিপিপি ৪৩টি আসন পেয়েছে।
গতকাল রবিবার তেহরিক নেতারা জানান, সরকার গঠন করতে প্রয়োজনীয় আরও ২২ জন সংসদ সদস্যের সমর্থন পেতে স্বতন্ত্র প্রার্থী ও ছোট দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন তারা।
এক্ষেত্রে মুত্তাহিদা কওয়ামি মুভমেন্ট পাকিস্তান, গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ) কে প্রস্তাব দিয়েছে পিটিআই।
তবে রেডিও পাকিস্তান ইমরান খানকে উদ্ধৃত করে জানিয়েছে ১১ তারিখই অনুষ্ঠিত হবে ইমরান খানের শপথ অনুষ্ঠান।