আজও মাঠে নামা হচ্ছে না মেসির

0

কিছুদিন আগে পিএসজি কোচ পচেত্তিনো বলেছিলেন, পূর্ণ ফিট হবার পরই মেসি মাঠে নামবে। কিন্তু, আজ ব্রেস্তের বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ছিল মেসির। শেষ পর্যন্ত আজও মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। জোর সম্ভাবনার কথা জানালেও দলে রাখেননি মেসিকে। আজকের ম্যাচে দলে নেই নেইমারকেও।

প্যারিসে নিয়মিত অনুশীলন করে নিজেকে তৈরি করছেন লিওনেল মেসি। গেল সপ্তাহে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকে প্র্যাকটিস সেশনে নতুন সতীর্থদের সাথে নিজেকে মানিয়ে নিতে আলাদাভাবে কাজ করছেন মেসি।

এর মধ্যে পিএসজির দুটি ম্যাচ হয়ে গেলেও অভিষেক করানো হয়নি মেসিকে। ফরাসি জায়ান্টদের জার্সিতে মাঠে নামার আগে তাকে সময় দিচ্ছেন কোচ। তবে আজকের ম্যাচে অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা ছিল। পচেত্তিনো নিজেই বাড়ালেন দর্শকের অপেক্ষা।

মেসির মাঠে নামা প্রসঙ্গে পচেত্তিনো জানান, ‘ও দলে থাকবে কি থাকবে না , তা নিয়ে এখনও আলোচনা চলছে। দলের জন্য মেসি কতটা তা বলার অবকাশ রাখে না। এখন অবধি সব কিছু ভালো যাচ্ছে, আমাদের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে সে’।