অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলন করছে বাংলাদেশ তার আগে দুই দফা কোভিড পরীক্ষা দিয়ে পাস করে তবেই মাঠে নামার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা।
রবিবার সকাল দশটায় হোম অব ক্রিকেট শেরে বাংলায় অনুশীলন করেছে রিয়াদ, সাকিবরা। সাকিবের নেতৃত্বে অনুশীলনের প্রথম ১৫ মিনিট রানিং করেন ক্রিকেটাররা। পরবর্তী কিছুক্ষণ চলে ফুটবল নিয়ে ওয়ার্ম আপ।
দুই বার কোভিড টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট পেয়ে আজ বিকাল থেকে অনুশীলনে নামে সফরকারী অস্ট্রেলিয়া। মিরপুরের আউটডোর ও ইনডোর মিলিয়ে চলবে তাদের শারীরিক কসরত।
আগামি ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তীগুলো যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।














