আজ শুরু হয়েছে আইপিএল নিলামের প্রথম দিন, ক্রিস গেইলের এখনো আনসোল্ড!

0
ক্রিস গেইল

টি-টোয়েন্টির সেরা তারকা বলা হয় তাকে। সারা বিশ্ব দাপিয়ে খেলে বেড়ান এই ফরম্যাটে। মনে করা হচ্ছিলো এবারের আইপিএলের নিলামে অন্যতম দামি তারকা হবেন তিনি। কিন্তু না। দামি তারকা দূরের কথা। তাকে কোনো দলই কিনলো না।
 ক্রিস গেইল
ক্রিস গেইলের নাম যখন ডাকা হলো তখন বিস্ময়করভাবে সব দল চুপ। আজ শুরু হয়েছে আইপিএল নিলামের প্রথম দিন। এখনও পর্যন্ত সবচেয়ে বড় চমক বোধ হয় ক্রিস গেইলের আনসোল্ড থাকা।
বেন স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিল রাজস্থান রয়্যালস। গতবার ইংরেজ অলরাউন্ডার ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। এবার আর আইপিএলে নেই তারা।

রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে শিখর ধাওয়ানকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি পাবেন ৫ কোটি ২০ লাখ। রবীচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব। ৫ কোটি ৪০ লাখে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখল ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ফাফ ডু প্লেসিসকে রাখল চেন্নাই সুপার কিংস। একইভাবে ৪ কোটিতে অজিঙ্কা রাহানেকে রেখে দিল রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে অজি পেসার মিচেল স্টার্ককে। ৯ কোটি ৪০ লাখে নাইটদের দলে এলেন স্টার্ক।