আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৯ জন

0
আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৯ জন

আত্মঘাতী হামলায় আফগানিস্তানের জালালাবাদ শহরে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জনই হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী। আফগান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি নানগারহার প্রদেশ সফর করছিলেন। হতাহতরা ঘানির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

এইদিকে আফগান সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, প্রাদেশিক গভর্ণরের কম্পাউন্ডের কাছে বোমা হামলা চালানো হয়। এ সময় কম্পাউন্ডে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বৈঠক করছিলেন।

প্রাদেশিক গভর্ণরও ১৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র – এনডিটিভি