আত্মসমর্পণ করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

0
প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা (৭২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রবিবার বিবিসি এ খবর প্রকাশ করেছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়তম প্রেসিডেন্ট লুলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। ঘুষ গ্রহণের এক মামলায় লুলার বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ডাদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট লুলা
১১ জন বিচারকের মধ্যে ছয়জনের ভোট আদেশের পক্ষে পড়ে; বাকি পাঁজন আপিলের সময় সাবেক প্রেসিডেন্টের জামিনের পক্ষে ছিলেন। দেশটিতে আপিল চলাকালীন সময় অভিযুক্তরা কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েই আসছিলেন।

যদিও সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক লুলার ক্ষেত্রে ২০১৬ সালে দেওয়া নিম্ন আদালতের এ সংক্রান্ত এ রায়কে প্রাধান্য দিয়েছেন। যেখানে প্রথম আপিলে হেরে যাওয়ার পর সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

১৯৮০ এর দশকের মাঝামাঝি ব্রাজিলে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠিত হওয়ার পর লুলা দ্য সিলভাই দেশটির প্রথম সাবেক প্রেসিডেন্ট যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লুলা বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনেও তার অংশ নেয়ার কথা ছিল তার।