মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে তোলা হয় পরীমনি ও রাজকে। এজলাসে গোটা সময় চুপচাপ ছিলেন পরীমনি। মামলার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এজলাসে তোলা হয় পরীমনি ও রাজকে। রাজ স্বাভাবিক থাকলেও নায়িকার চোখে হতাশা কাজ করে। আদালতে প্রবেশ করে ভীত পরীমনি জড়িয়ে ধরেন এক আইনজীবীকে।
বনানী থানায় দায়ের করা মামলায় পরীমনির রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মামুনুর রশীদ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরীমনির নিজ বাসা থেকে তাকে আটক করে র্যাব। তার বাসায় বিপুল পরিমাণে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য পাওয়া যায়।