আদালতে রায়ে অযোগ্যঃপদত্যাগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

0

পাকিস্তানের সর্বোচ্চ আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করলেন সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ! গত বছর ফাঁস হওয়া পানামা পেপারস থেকে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ অর্থ আয় ও পাচারের অভিযোগ উঠে। যৌথ তদন্ত দল (JIT) এর তদন্তে এসব অভিযোগের সত্যতা খুঁজে পায়। নওয়াজ ও তার পরিবার এসব অবৈধ সম্পদের উৎস সম্পর্কে সদুত্তর দিতে ব্যর্থ হয়। এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত শুক্রবার নওয়াজ শরীফকে পার্লামেন্ট এর সদস্য পদে ও প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত করে।

রায়ে আদালত পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাশ একাউন্টিবিলিটি ব্যুরো (NAB) কে আগামী ৬ মাসের মধ্যে পানামা পেপারস কেলেঙ্কারির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলেছে এবং দুর্নীতিবিরোধী আদালত কে চূড়ান্ত রায় দিতে বলেছে।

তবে শুরু থেকেই নওয়াজ ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। নওয়াজের সমর্থকরা বলছে এটা তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র।

উল্লেখ্য এর আগে দুইবারও নওয়াজ শরীফ তার মেয়াদ পূর্ন করতে পারেন নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে