পাকিস্তানের সর্বোচ্চ আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করলেন সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ! গত বছর ফাঁস হওয়া পানামা পেপারস থেকে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ অর্থ আয় ও পাচারের অভিযোগ উঠে। যৌথ তদন্ত দল (JIT) এর তদন্তে এসব অভিযোগের সত্যতা খুঁজে পায়। নওয়াজ ও তার পরিবার এসব অবৈধ সম্পদের উৎস সম্পর্কে সদুত্তর দিতে ব্যর্থ হয়। এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত শুক্রবার নওয়াজ শরীফকে পার্লামেন্ট এর সদস্য পদে ও প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত করে।
রায়ে আদালত পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাশ একাউন্টিবিলিটি ব্যুরো (NAB) কে আগামী ৬ মাসের মধ্যে পানামা পেপারস কেলেঙ্কারির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলেছে এবং দুর্নীতিবিরোধী আদালত কে চূড়ান্ত রায় দিতে বলেছে।
তবে শুরু থেকেই নওয়াজ ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। নওয়াজের সমর্থকরা বলছে এটা তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র।
উল্লেখ্য এর আগে দুইবারও নওয়াজ শরীফ তার মেয়াদ পূর্ন করতে পারেন নি।