আফগানিস্তানের গজনি ঘিরে রেখেছে তালেবান

0
তালেবান

আফগানিস্তানের গজনি জেলার নিয়ন্ত্রণ নিতে শহরটির চারপাশ ঘিরে রেখেছে তালেবানের সশস্ত্র যোদ্ধারা। জানা যায়, শহরটির চারপাশের প্রত্যেকটি অংশে অবস্থান নিয়ে ঘিরে ফেলা হয়েছে শহরটিকে।

আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে তালেবান সশস্ত্র যোদ্ধারা।

গজনি প্রদেশের কাউন্সিল সদস্য হাসান রেজাই জানান, এখন নগরীর পরিস্থিতি খুবই খারাফ। তালেবানের যোদ্ধারা শহরের সাধারণ মানুষের ঘরবাড়িতে আস্তানা তৈরি করে নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) ওপর ক্রমাগত গুলি ছুড়ছে। তারা স্থানীয় মানুষ সেজে শহরে মিশে থাকায় তালেবানের বিরুদ্ধে অভিযান চালানো এএনডিএসএফ এর জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গজনিতে বহু বছর যাবৎ তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। প্রাদেশিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, তালেবানের এবারের হামলাটি পূর্বের চেয়ে সবচেয়ে তীব্রতর। সরকারি নিরাপত্তা বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।