আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান

0
Taliban fighters take control of Afghan presidential palace after the Afghan President Ashraf Ghani fled the country, in Kabul, Afghanistan, Sunday, Aug. 15, 2021. (AP Photo/Zabi Karimi)

ক্ষমতা দখলের পর এবার আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হবে ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান’।

ক্ষমতা দখলের সকল আনুষ্ঠানিকতা শেষ করার পর এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে তালেবানের এক কর্মকর্তা।

এদিকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবার পর রবিবার নিজের ফেসবুক পেজে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি লেখেন, ‘রক্তবন্যা এড়ানোর জন্য দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয়েছিল। ’

এদিকে নাম গোপন রাখার শর্তে দুই আফগান কর্মকর্তা জানান, আশরাফ গণির সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব এবং এক ঘনিষ্ঠ আছেন। তবে তার গন্তব্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি তাজিকিস্তানে অবস্থান করছেন।

এদিকে, আফগান প্রেসিডেন্ট পালানোর পর রাষ্ট্রপতির প্রাসাদের দখল নিয়ে ক্ষমতা হাতে নেওয়ার কাজ শুরু করেছে তালেবান। এটপর একটি সংবাদসংস্থা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, শিগগিরেই রাষ্ট্রপতির প্রাসাদ থেকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ নামে দেশের নতুন নামকরণ করা হবে