আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের মূল দুইটি শহর বদখশান এবং কান্দাহার সহ আরো ১৩ জেলা নিজেদের দখলে নিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে বিভিন্ন এলাকা নিজেদের দখলে নিচ্ছে তালেবান।
আল জাজিরার এক খবরে জানা যায়, তালেবানের অভিযানের মুখে আফগান নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য ইতোমধ্যে সীমান্তে পালিয়ে প্রতিবেশি তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। রবিবার তাজিকিস্তানের স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকিউরিটি এক বিবৃতিতে বলে, প্রায় তিনশরো বেশি আফগানসেনা বদখশান প্রদেশ থেকে পালিয়ে তাজিকিস্তানে আসার পর তালেবানরা ঐ এলাকা দখল করে নেয়।
অবশ্য আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ২২৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তালেবানরা ইতোমধ্যে ৩৭২টি জেলার মধ্যে প্রায় ১১০টি দখল করে নিয়েছে।