সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের মোট ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে। তারা জানায়, দখল করা এলাকার মধ্যে আফগান-ইরান সীমান্তের একটি ক্রসিংও রয়েছে।
দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা ফিরিয়ে নেওয়া শুরুর পর এই প্রথম এমন ঘোষণা দিল তালেবান।
রাশিয়ার রাজধানী মস্কোতে তালেবানের একটি প্রতিনিধিদল জানায়, আফগানিস্তানের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টি জেলা এখন তাদের দখলে। তালেবানের পক্ষে আলোচনাকারী শাহাবুদ্দিন দেলওয়ার জানান, আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ অঞ্চল তালেবান নিজেদের নিয়ন্ত্রেণে নিয়েছে।
এদিকে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবান আফগান সেনাবাহিনী হতে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের প্রায় দুই–তৃতীয়াংশ এলাকাও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।