আফগানিস্তানে তালেবানের হামলায় ৪৩ সেনা নিহত

0
তালেবান

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ৪৩ সরকারি সেনাকে হত্যা করেছে তালেবানরা। বুধবার ভোর রাতের দিকের ওই হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন সেনা।

আফগানিস্তানে তালেবানের হামলায় ৪৩ সেনা নিহত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ওই সেনাঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে তালেবানের সঙ্গে লড়াই চলে সেনাদের। এর একপর্যায়ে দুটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় তালেবান সদস্যরা।

কান্দাহার প্রদেশের সংসদ সদস্য খালিদ পশতুন বলেন, বুধবারের ভোরের ওই হামলায় কমপক্ষে ৪৩ সেনাসদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সংবাদ সংস্থা তোলোর খবরে বলা হয়, হামলায় ২৪ সেনা আহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, সেনাঘাঁটিতে হামলার ঘটনায় তালেবানের ৯ সদস্য নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী ২০১৪ সালে তাদের যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। এরপর থেকে তালেবান হামলা সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে