আফগানিস্তানে নিরীহ মানুষকে হত্যা করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

0
মারিয়া জাখারোভা

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে সেখানে মার্কিন বাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়ে রাশিয়ার উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছে পুতিন প্রশাসন।
মারিয়া জাখারোভা
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি এমন সময় এ মন্তব্য করলেন। যখন আফগানিস্তানের কুন্দুজ এলাকায় একটি মাদ্রাসায় ন্যাটো বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক লোক ও ছাত্র নিহত হয়েছেন।

মস্কোর দাবি, আফগানিস্তানে প্রায় দুই দশকের উপস্থিতি সত্ত্বেও সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে না পেরে তার দায় ওয়াশিংটন অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এ সময় তালেবান বিদ্রোহীদের অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে জাখারোভ বলেন, রাশিয়া তালেবানকে কোনো ধরনের সহযোগিতা করছে না।।

সংবাদ সম্মেলনে ব্রিটেনে সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টা নিয়েও কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ওই ঘটনা কেন্দ্র করে ব্রিটিশ সরকার মিথ্যার বেসাতি করছে।