আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা করার অনুমতি দেবে তালিবান। তবে এক সঙ্গে লেখাপড়া করতে পারবে না ছেলেমেয়েরা।
রবিবার কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান আফগানিস্তানের তালিবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কানি।
এসময় তিনি বলেন, আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবে। তবে শরিয়া আইন মেনে করতে হবে। ছেলে ও মেয়েরা এক সঙ্গে পড়াশোনা করতে পারবেন না। ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান আবদুল বাকি হক্কানি।
শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের আলাদা করা হবে। এর আগে কাবুল দখলের পর তালিবানের এক নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী শিক্ষকরা শুধু মেয়েদেরই পড়াতে পারবেন।