আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তান থেকে প্রায় ৯০ শতাংশেরও বেশি মার্কিন সৈন্য প্রত্যাহার করার কাজ সম্পন্ন করা হয়েছে। পেন্টাগন এক আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছে। পেন্টাগন জানায়, সেপ্টেম্বরেরর আগেই সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করার উদ্দেশ্যে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে সাবেক সাতটি মার্কিন ঘাঁটি তুলে দেওয়া হয়েছে। এছাড়া সরিয়ে নেওয়া হয়েছে অধিকাংশ মালামালও।
তবে যুক্তরাষ্ট্র দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানে সাড়ে ছয়শ বা এরও বেশি সৈন্য রাখা হতে পারে।
এর পূর্বে গত শুক্রবার কাবুলের উত্তরে অবস্থিত সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত দুই দশকের যুদ্ধের অধিকাংশ সময় এ বিমানঘাঁটি ছিল আফগানিস্তানে আমেরিকার অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশমোতাবেক মার্কিন সেনা ও বেসামরিক নাগরিক প্রত্যাহারের অধিকাংশ কাজ গত এপ্রিলেই সম্পন্ন হয়েছে। বাইডেনের নির্দেশকালীন আফগানিস্তানে সরকারিভাবে আড়াই হাজার মার্কিন সৈন্য এবং প্রায় ১৬ হাজার বেসরকারি ঠিকাদার অবস্থানরত ছিলেন।
প্রতিবেদন অনুসারে, ওই সময় সরকারি হিসাবের বাইরেও বিশেষ বাহিনীর প্রায় এক হাজার সদস্য আফগানিস্তানে কাজ করছিলেন।
বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সাকি জানান, ‘আগস্টের শেষ সময়ের পূর্বেই আমেরিকান সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আমরা এখন আশা করছি।’