তালেবানের অধীনে আফগানিস্তানের শাসনক্ষমতা আসার পর আফগান ভূখন্ড ছাড়তে মরিয়া হাজারো মানুষ৷ এবার তাদের মধ্যে কিছু মানুষকে ভারতে আসতে দেওয়ার জন্য ফাস্ট-ট্র্যাক ই-ইমারজেন্সি ভিসা চালু করল ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতি এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ভারত সরকারের পক্ষ থেকে সবসময় আফগানিস্তানে অবস্থিত আফগান শিখ ধর্মাবলম্বী এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যে সকল ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক, তাদের ভারত সরকার ভারতে পুনরায় ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও, আফগানিস্তানের যে সকল প্রতিষ্ঠানের সাথে ভারত সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তাদের সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছে দিল্লি।